মোবাইল দিয়ে Ghibli স্টাইল ট্রেন্ডিং ফটো এডিটিং | কিভাবে ভাইরাল Ghibli আর্ট ২০২৫ তৈরি করবেন:
বর্তমানে Ghibli স্টাইল ফটোগুলো সোশ্যাল মিডিয়া ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব সহ সকল সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলোতে Trending এ চলতেছে। আপনিও কিভাবে মোবাইল দিয়ে ফ্রিতে খুব সহজেই এই ধরনের Ghibli স্টাইল ফটোগুলো বানিয়ে নিতে পারবেন। Ghibli ফটো বানানোর জন্য আপনাকে ৪টি Step ফলো করতে হবে। এখন দেখা যাক কোন ৪টি Step ফলো করতে হবে। Step গুলো হলো:
- Step 1: একটি App ডাউনলোড করে সেটাকে ইন্সটল করা,
- Step 2: Appটি মোবাইলে ইন্সটল করা হলে সেটাকে Open করতে হবে,
- Step 3: ছবি আপলোড,
- Step 4: Promit টাইপ করে দিতে হবে:
- এই ৪টি Step ফলো করার পর এখন আপনার Ghibli স্টাইল ফটো রেডি।
Step 1: একটি App ডাউনলোড করে সেটাকে ইন্সটল করা,
Ghibli স্টাইল ফটো তৈরি করার জন্য প্রথমে আপনাকে একটি মোবাইলে অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে আপনার মোবাইলে। অ্যাপ্লিকেশনটির এর লিঙ্ক আমি নিচে দিচ্ছি লিং থেকে আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড এবং ইনস্টল করে নিতে পারেন।App Download Link:
Step 2: Appটি মোবাইলে ইন্সটল করা হলে সেটাকে Open করতে হবে:
অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইন্সটল করা হয়ে গেলে আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। এপ্লিকেশনটি ওপেন হয়ে গেলে প্রথমে একটি লগইন পপআপ চলে আসবে, আপনারা চাইলে সেটাকে স্ক্রিপ করতে পারেন, চাইলে সেখানে জিমেইল দিয়ে আপনারা লগইন করে দিতে পারেন। তারপর মোবাইল স্ক্রিনে এই রকম একটি ইন্টারফেস শো করবে।
Step 3: ছবি আপলোড:
এখন আপনি যে ছবিটা Ghibli স্টাইল করতে চাচ্ছেন সে ছবিটাকে এখানে আপলোড করে দিতে হবে। ছবি আপলোড করার জন্য দেখুন নিচে একটি প্লাস আইকন আছে। এই প্লাস আইকনে ক্লিক করে যেতে হবে।
এরপর ছবিটি আপলোড করার জন্য ফটো অপশনে ক্লিক করে আপনি যে ছবিটাকে Ghibli স্টাইল করতে চাচ্ছেন সেই ছবি আপলোড করে দিবেন।
Step 4: Promit টাইপ করে দিতে হবে:
এখন আমাদেরকে Ai কে বলে দিতে হবে যে আমাদের এই ছবিটাকে Ghibli স্টাইল করে দেওয়ার জন্য। এই এজন্য Ai কে একটি promit লিখে দিতে হবে। Promit যেভাবে দেখবেন 'Convert to Ghibli Style' লিখে Sent করে দিবেন। দেখবেন Ai আপনাকে ছবি Generate করে দেওয়া শুরু করে দেবে। কিছুক্ষণ সময় নেওয়ার পর আপনকে Ghibli Style ছবি গুলো তৈরি করে দেবে।
আপনারা চাইলে এগুলা এখন সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করে দিতে পারেন। এই ছবিগুলো পোস্ট করে আপনার সোশ্যাল মিডিয়ার একাউন্টের রিচ বাড়াতে পারেন।