কিভাবে মোবাইল ফোন ব্যবহার করে ভয়েস রেকর্ডিং এবং ভয়েস এডিটিং করে?
বর্তমানে যারা মোবাইলে দিয়ে কনটেন্ট তৈরি করে থাকেন। তাদের মধ্যে অনেকেই অডিও এডিটিং নিয়ে অনেক সমস্যায় আছেন। কারণ প্রফেশনাল ভিডিওর পাশাপাশি ভিডিও সাউন্ড কোয়ালিটি ভালো হওয়া চাই। তাই অনেকের কাছে কম্পিউটার বা ল্যাপটপ নেই এর ফলে অনেক অনেক কনটেন্ট ক্রিয়েটর মোবাইল ফোন ব্যবহার করে ভিডিও এবং অডিও দুইটাই এডিটিট করে থাকেন। ভিডিও ভালো করে এডিট করতে পারলেও ভয়েস এডিট করতে পারেন না। অডিও ভয়েসের ব্যাকগ্রাউন্ডে অসংখ্য নয়েজ থাকে। ফলে অডিওর ভয়েস বাজে হয়ে যায়। ভিডিও ভালো হলেও অডিওর কারণে কনটেন্ট খারাপ হয়ে যায়।
আপনি চাইলে ৩টি Step ফলো করে মোবাইল দিয়ে প্রফেশনাল ভিডিওর অডিও এডিটিং করে নিতে পারেন। Step ৩টি ফলো করলে অডিওর ব্যাকগ্রাউন্ডের সকল নয়েজ রিমুভ করে আপনার ভিডিওর অডিও HD Quality করে নিতে পারবেন।
এখন দেখা যাক Step ৩টি কি কি? এবং Step ৩টি নিয়ে কিভাবে কাজ করবেন? Step ৩টি নিচে উল্লেখ করে দেওয়া হলো:
- Step 1: প্রফেশনাল ভয়েস রেকর্ড,
- Step 2: অপর্যাপ্ত ভয়েস ডিলিট,
- Step 3: ভয়েস এডিটিং,
উপরের এই তিনটি স্টেপ যদি আপনি ফলো করতে পারেন আশা করছি আপনি প্রফেশনাল একটি অডিও এডিটিং করে নিতে পারবেন।
Step 1: প্রফেশনাল ভয়েস রেকর্ড:
আপনি প্রফেশনাল অডিও রেকর্ড করার জন্য আপনার মোবাইল ফোনের অফিশিয়াল সাউন্ড রেকর্ডিং এপ্লিকেশন ব্যবহার করে ভয়েস রেকর্ডিং করে নিতে পারেন। মোবাইলের অফিশিয়াল সাউন্ড রেকর্ডিং অ্যাপ্লিকেশনটি দিয়ে যদি আপনি ভয়েস রেকর্ডিং করেন তাহলে ভালো একটি ফিডব্যাক পাবেন যা অন্য থার্ড পার্টি অ্যাপ দিয়ে এরকম ফিডব্যাক পাবেন না। আমি ব্যক্তিগতভাবে আপনাকে রিকমেন্ট করব আপনারা আপনার মোবাইল ফোনের অফিশিয়াল সাউন্ড রেকর্ডিং অ্যাপ্লিকেশনটি দিয়ে ভয়েস রেকর্ডিং করবেন। আমি নিজেও আমার মোবাইলের ফোনের অফিশিয়াল সাউন্ড রেকর্ডিং অ্যাপ্লিকেশনটি দিয়ে ভয়েস রেকর্ড করে থাকি। ভয়েস রেকর্ডিং করার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন আপনার আশেপাশে যেন বেশি নয়েজ না থাকে এবং আপনার জন্য রুমে ভয়েস রেকর্ডিং করে থাকেন তাহলে আপনার রুমের ফ্যান বন্ধ রাখার চেষ্টা করবেন।
Step 2: অপর্যাপ্ত ভয়েস ডিলিট:
ভয়েস রেকর্ডিং করার সময় আমাদের অনেক কিছু ভুল হয়ে থাকে। এই ভুল অংশ গুলো কাট করার জন্য আপনারা চাইলে এরকম অনেক এপস আছে যেগুলোর মাধ্যমে আপনারা আপনার ভুল অংশগুলোকে কাট করে ডিলিট করে দিতে পারেন। আপনারা চাইলে এডিট করার পরেও আপনার ভয়েসটি ক্যাপ্টারে নিয়ে বাড়তি অংশগুলোকে ডিলিট করে দিতে পারেন। একটা জিনিস লক্ষ্য রাখবেন আপনার অডিও যে ভুল অংশগুলো আছে বাড়তি অংশগুলো আছে এ অংশগুলোকে অবশ্যই কাট করে ডিলিট করে দিবেন।
Step 3: ভয়েস এডিটিং:
ভয়েস এডিটিং করার জন্য আপনারা podcast Ai এর সাহায্য নিতে পারেন। Adobe podcast Ai বর্তমানে অডিও এডিটিং করার জন্য খুব ভালো একটি Ai ওয়েবসাইট। Adobe podcast Ai এ আই এর মাধ্যমে বর্তমানে 80% কনটেন্ট ক্রিউটার অডিও এডিটিং করে থাকেন। আমি নিজেও এই ওয়েবসাইটটির মাধ্যমে অডিও এডিটিং করে থাকি। এই ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট করে ইনহান্স অডিও ক্লিক করে আপনার অডিওটাকে আপলোড করে দিলে এই ওয়েবসাইটটি প্রফেশনাল ইনহেন্স অডিও এডিটিং করে দিবে। আপনার চাইলে এই ওয়েবসাইটটি ব্যবহার করে দেখতে পারেন এতে ভালো একটি ফিডব্যাক পাবেন।
নিচে ইউটিউব ভিডিওতে দেওয়া আছে এই ভিডিওটি দেখে দেখে আপনারা আপনার অডিওটাকে এডিট করে নিতে পারবেন। আমি মনে করি ভিডিওটা দেখে দেখে আপনারা অডিওটা এডিট করার চেষ্টা করবেন।
এই ধরনের গুরুত্বপূর্ণ ব্লগ পোস্ট পেতে অবশ্যই এই ওয়েবসাইটটি ফলো করে রাখবেন। ধন্যবাদ